ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেট্রোরেলে রান্না ও কাঁচা মাংস বহনে নিষেধাজ্ঞা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৮ জুন ২০২৫  
মেট্রোরেলে রান্না ও কাঁচা মাংস বহনে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর রবিবার (৮ জুন) থেকে পুনরায় চালু হয়েছে মেট্রোরেল। তবে যাত্রীদের জন্য বেশকিছু বিধি-নিষেধ আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এদিন প্রতি ৩০ মিনিট পর ট্রেন চলছে হেডওয়ে অনুযায়ী। তবে সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।

আরো পড়ুন:

এদিকে কোরবানির ঈদ উপলক্ষে যাত্রীদের সঙ্গে কাঁচা বা রান্না করা মাংস এবং কোরবানির পশুর চামড়া বহন নিষিদ্ধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। গত ৩ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন- ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেশনের প্রবেশপথে যাত্রীদের তল্লাশি করা হবে। কারো কাছে কাঁচা বা রান্না মাংস পাওয়া গেলে তাকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না।

এছাড়া মেট্রোরেলের প্রতিটি স্টেশনে নিরাপত্তাকর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। যাত্রীদের এই বিষয়ে সতর্ক থাকতে এবং সহযোগিতা করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা/হাসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়