রাজধানীতে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজধানীর শাহবাগ ও যাত্রাবাড়ী থেকে অজ্ঞাতপরিচয় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ‘‘শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের বিপরীত পাশের ফুটপাত থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’’
তিনি আরো বলেন, ‘‘ফুটপাতে কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা কেউ ওই ব্যক্তিকে চেনেন না। ধারণা করা হচ্ছে, অসুস্থ জনিত কারণে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’’
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘‘যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কাউন্সিল অফিস সংলগ্ন আন্ডার পাশের নিচের রাস্তা থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘‘মৃত ব্যক্তি একজন ভবঘুরে প্রকৃতির ছিলেন। ফুটপাতে থাকতেন, সেখানেই ঘুমাতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হয়েছে।’’
ঢাকা/রাজীব