ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনটিআরসিএ নিয়োগ প্রত্যাশীদের ওপর লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১৫ জুন ২০২৫   আপডেট: ১৫:০৩, ১৫ জুন ২০২৫
এনটিআরসিএ নিয়োগ প্রত্যাশীদের ওপর লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড

এনটিআরসিএ`র নিয়োগ প্রত্যাশীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। ছবি: রায়হান হোসেন

সচিবালয়ের দিকে মিছিল নিয়ে এগোতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ প্রত্যাশীরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিচার্জ করে। 

রবিবার (১৫ জুন) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, ১৭তম নিবন্ধনের কয়েকজন নিয়োগ প্রত্যাশী উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়েছিল। সেটি না পাওয়ায় তারা জোরপূর্বক সচিবালয়ে প্রবেশে চেষ্টা করে। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করে।

এর আগে গত ৮ জুন ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে।

ঢাকা/মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়