ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১৫ জুন ২০২৫   আপডেট: ১৮:০২, ১৫ জুন ২০২৫
ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান অস্থিতিশীল অবস্থায় তেহরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা। তবে এখন পর্যন্ত সেখানে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

রবিবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানান।

আরো পড়ুন:

মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রবিবার সকালে বলেন, “ইরানে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগযোগ রাখা হচ্ছে। দেশটিতে থাকা বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে। তবে তাদের উদ্ধারে এখনো কোনো পরিকল্পনা নেওয়া হয়নি।”

তিনি জানান, ইরানে প্রবাসী বাংলাদেশি খুব বেশি নেই। তবে বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন। এখন দেশটির সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। সে কারণে এখনই ফেরত আনা সম্ভব নয়। বিমান যোগাযোগ চালু হলে, তাদেরকে ফেরত নিয়ে আসা সম্ভব হবে। তখন আবার অনেকেই স্বেচ্ছায় ফিরেও আসতে পারবে।

এদিকে, তেহরানের বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ওয়ালিদ ইসলাম জানান, ইরানে প্রায় ৬৬ জন বাংলাদেশের শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে তেহরানে ৫ জন, কারাজে ১ জন, গোরগানে ৮ জন,  কোমে ৫০ জন, ১ জন ইসফহানে এবং ১ জন মাত্র শিক্ষার্থী মাসাদে লেখাপড়া করছেন । তাদের সবার সঙ্গেই আমার যোগাযোগ হচ্ছে। তারা সবাই ভালো আছে।

তিনি জানান, সেখানে কোন বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেনি। সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি।

জানা গেছে, ইরানে বেশিরভাগ বাংলাদেশি বন্দর আব্বাসে থাকেন। বন্দর আব্বাস তেহরান থেকে ১২০০ কিলোমিটার দূরে। সেখানে আক্রমণের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

বাংলাদেশের দূতাবাসের তালিকায় ইরানে ৬৭২ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। তবে তালিকার বাইরে বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছেন। প্রায় ১৪ হাজার বাংলাদেশি রয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই অনিয়মিত।

এদিকে ইরানে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই সুস্পষ্ট শত্রুতাপূর্ণ কাজ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা এবং ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্যই একটি গুরুতর হুমকি যার সুদূরপ্রসারী পরিণতি হবে। বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় ইরানের ছয় বিজ্ঞানীসহ ৭৮ জনের মৃত্যুর খবর বেরিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এসব হামলায় অন্তত ৩২০ জন আহত হয়েছেন।

এদিকে ইরানের পাল্টা হামলায় তিনজন ইসরায়েলি মারা গেছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা/হাসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়