ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২০ আগস্ট ২০২৫  
ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫ ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং তা গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী নির্বাচনের কমপক্ষে ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।

নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে প্রথমে খসড়া তালিকা প্রকাশ, পরে দাবি–আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে সম্ভাব্য চূড়ান্ত তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সময়সূচি হলো: 
১০ সেপ্টেম্বর: ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
২৫ সেপ্টেম্বর: দাবি/আপত্তি গ্রহণের শেষ দিন
১২ অক্টোবর: দাবি/আপত্তি নিষ্পত্তির শেষ দিন
২০ অক্টোবর: সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা প্রকাশ

নির্ধারিত সময়সূচি অনুযায়ী খসড়া ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য ও সম্ভাব্য চূড়ান্ত তালিকার তথ্য (সফটকপিসহ) সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়