ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগামী বছর পাঠ্যবইয়ে বড় পরিবর্তন: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ২০:০৫, ২১ আগস্ট ২০২৫
আগামী বছর পাঠ্যবইয়ে বড় পরিবর্তন: আসিফ মাহমুদ

ছবি: বিবিসি

গণঅভ্যুত্থানের পর আগামী বছর থেকে পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, “নতুন পাঠ্য-পুস্তকে যুক্ত করা হবে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, বিগত চারটি নির্বাচন নিয়ে তথ্য।”

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে; ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।”

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্ট


এই পোস্টের সঙ্গেই তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন ফেসবুকে। যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে ফটোকার্ডে লেখা রয়েছে-‘বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম।’

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়