ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো আসছে লঘুচাপ, থাকবে ভারী বৃষ্টি 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:১৪, ২৪ আগস্ট ২০২৫
আবারো আসছে লঘুচাপ, থাকবে ভারী বৃষ্টি 

প্রকৃতিতে এখন শরৎকাল। শরতের নীল আকাশে দিনভর ভেসে বেড়ায় মেঘের ভেলা। ক্ষণে ক্ষণে রূপ বদলায়। তবে এবারের বদলাট যেন একটু অন্যরকম। ভাদ্র মাসে দু-এক পশলা বৃষ্টি হওয়ার কথা থাকলেও এবার হচ্ছে টানা বৃষ্টি। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ৫ দিন ঝরতে পারে ভারী বৃষ্টি। 

রবিবার (২৪ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন:

এছাড়া, বলা হয়েছে আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।

সোমবার  রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

আগামী ২৭ আগস্ট বুধবার চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায়, ময়মনসিংহ, ঢাকা ও বরিশালের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

২৮ আগস্ট রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে হাতিয়ায় ১৩০ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়