ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৭ আগস্ট ২০২৫  
জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই তা প্রকাশ করা হবে।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান। তিনি বলেন, “কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দু-একদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।”

আরো পড়ুন:

কমিশন সূত্রে জানা গেছে, রোডম্যাপে ভোটের সব ধরনের প্রস্তুতির বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তার প্যানেল তৈরি, নির্বাচনী ম্যানুয়াল প্রস্তুত, আইন সংস্কার এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে তার দুই মাস আগে।

ঢাকা/এএএম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়