ঢাকা     বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খিলগাঁওয়ে ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১২ অক্টোবর ২০২৫  
খিলগাঁওয়ে ছিনতাইকারীর গুলিতে যুবক আহত

ফাইল ফটো

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া তিতাস রোডে মোহাম্মদ নাফিস (৩৩) নামে এক যুবককে গুলি করে মোটরসাইকেল ও দুইটি মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত যুবক বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

রবিবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে তার ওপর হামলা হয়।

আরো পড়ুন:

আহত নাফিসের বাবা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বলেন, “আমার ছেলে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমাদের বাসা দক্ষিণ বনশ্রী খিলগাঁও এলাকায়। রাতে নাফিস তার এক বন্ধুকে যাত্রাবাড়ীর বাসায় নামিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল।  খিলগাঁওয়ের নন্দীপাড়া তিতাস রোডে তিনজন ছিনতাইকারী রাস্তায় ব্যারিকেড দিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে।” 

তিনি বলেন, “আমার ছেলের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা পিস্তল দিয়ে আমার ছেলের বাম পায়ে হাটুর নিচে গুলি করে। পরে তারা আমার ছেলের মোটরসােইকেলে, দুইটি মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। খবর পেয়ে আমরা নাফিসকে প্রথমে ফরজী হাসপাতালে নিয়ে যাই। পরে তাকে ঢাকা মেডিকেল নেওয়া হয়। আমরা খিলগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “খিলগাঁও এলাকায় ছিনতাইকারীর গুলিতে আহত এক যুবক ঢাকা মেডিকেল চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

ঢাকা/বুলবুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়