ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরপুরে আগুনে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের লাশ শনাক্ত 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১৫ অক্টোবর ২০২৫  
মিরপুরে আগুনে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের লাশ শনাক্ত 

মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত করার দাবি করেছেন স্বজনেরা। তবে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ করার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “সবগুলো লাশের চেহারা বিকৃত হয়ে যাওয়ার কারণে চূড়ান্তভাবে শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।”

রুপনগর থানা পুলিশ জানায়, রাতেই সবগুলো মরদেহের সুরতহাল করা হয়েছে। কয়েকজন এসে স্বজনকে না পাওয়ার কথা বলেছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপরে অগ্নিকাণ্ড ঘটে। যা বুধবার দুপুরেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। 

ঘটনাস্থলে থেকে উদ্ধার ১৬ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়। এদের মধ্যে নয়জন পুরুষ ও সাতজন নারী।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়