ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালী বিভাগ চেয়ে খামারবাড়িতে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ১৭ অক্টোবর ২০২৫  
নোয়াখালী বিভাগ চেয়ে খামারবাড়িতে বিক্ষোভ

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান চলার মধ্যেই নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ করছেন একদল মানুষ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশ পথের কাছে বিক্ষোভকারীদের ‘আমরা নোয়াখালী বিভাগ চাই' স্লোগান দিতে দেখা যায়।

এ সময় সেখানে সেনা মোতায়েন ছিল এবং তাদের বিক্ষোভকারীদের এভিনিউতে প্রবেশে বাধা দিতেও দেখা গেছে।

আন্দোলনকারীদের একজনকে লাউড স্পিকারের মাধ্যমে ঘোষণা করতে শোনা যায়, ‘নোয়াখালী বিভাগের দাবি পূরণ করতে হবে।'

নীল টি-শার্ট পরে বিক্ষোভকারীরা তাদের দাবির সমর্থনে স্লোগান দেন এবং প্ল্যাকার্ড তুলে ধরেন।

ওই এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যেই নোয়াখালী ও পার্শ্ববর্তী জেলার লোকজন বিক্ষোভে যোগ দেন।

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়