ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘এটি নতুন বাংলাদেশ, বিক্ষোভের চেষ্টা কর‌লে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে’

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১০ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:৩৬, ১০ নভেম্বর ২০২৫
‘এটি নতুন বাংলাদেশ, বিক্ষোভের চেষ্টা কর‌লে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ফটো।

নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভ করার চেষ্টা করে তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

সোমবার (১০ নভেম্বর)সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউন কর্মসূ‌চি‌র প্রতি ইঙ্গিত করে এমন স্ট্যাটাস দেন। 

তিনি লেখেন, “বাংলাদেশ আওয়ামী লীগ (বিএএল), তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন যে, এটি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা কল্পনা করছে- দুপুরবেলা ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।”

“জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন- এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটি জুলাই- চিরদিনের জুলাই” বলেন তিনি। 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়