ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কে সেরা মেসি নাকি রোনালদো?

রনি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২৫ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কে সেরা মেসি নাকি রোনালদো?

মেসি ও রোনালদো

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো কে সেরা, এই নিয়ে আলোচনা কম হয়নি। এই দুই ফুটবলারের মধ্যে সেরা বাছাইয়ের ক্ষেত্রে ‘তেল থেকে পানি আলাদা করা’র মতো কঠিন ব্যাপার বলে মনে করেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার প্রাক্তন তারকা মাইকেল লাউড্রপ।

 

গত সাত বছর ধরে দুইজনই তাদের সেরাটা দিয়ে খেলছেন। এ বিষয়ে ডেনমার্কের প্রাক্তন ফুটবলার লাউড্রপ বলেন, ‘স্প্যানিশ ফুটবল এই দুই খেলোয়াড়কে পেয়ে ধন্য। এদের মধ্যে কে সেরা, তা বলাও অবশ্য কঠিন।’

 

তিনি আরো বলেন, ‘একজন এক মৌসুম ভালো খেলছে তো, আরেকজন পরের মৌসুম ভালো খেলছে। এভাবেই চলে আসছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার ইঁদুর দৌড়। আমি মনে করি, স্প্যানিশ ফুটবল তাদের দুইজনের খেলা উপভোগ করতে পেরে সত্যিই বড় ভাগ্যবান। তারা শুধু স্প্যানিশ লিগেই ভালো করছে না, নিজের দেশের হয়েও চমক দেখাচ্ছে। এটা ঐতিহাসিক দ্বন্দ্ব হিসেবে আখ্যা পেতে পারে।’

 

ড্যানিশ এই খেলোয়াড় মনে করেন, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জুভেন্টাসের বিপক্ষে মাদ্রিদই ফেবারিট। এবং চ্যাম্পিয়ন লিগ মাদ্রিদের প্রাপ্য। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মতে মাদ্রিদই ফেবারিট। তারাই এই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। আশা করি, বার্লিনে একটি রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করতে যাচ্ছি আমরা।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৫/রনি/নেছার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়