ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফুল, মৌমাছি ও মৌয়াল

সাইফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ৩ মার্চ ২০২৪  
ফুল, মৌমাছি ও মৌয়াল

শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা গ্রামে মধু চাষিরা ব্যস্ত সময় পাড় করছেন। কালোজিরার ক্ষেত থেকে মধু সংগ্রহ করছেন তারা। ফসলের জমির পাশে পোষা মৌমাছির শত শত বাক্স বসিয়েছেন মৌয়ালরা।

কালোজিরা ছাড়াও সরিষা ফুলের মাঠেও উড়ে যাচ্ছে মৌমাছির ঝাঁক। ফসলের বিভিন্ন মাঠ ঘুরে মৌয়ালদের নানা কর্মকাণ্ডের চিত্র ফ্রেমবন্দি করেছেন সাইফুল ইসলাম আকাশ।

 

মৌমাছির গুনগুন শব্দে মুখরিত কালোজিরার মাঠ। মৌমাছিরা এক ফুল থেকে আরেক ফুলে নাচানাচি করে। এ যেন কালোজিরা ফুলের সঙ্গে তাদের গভীর মিতালি

 

সরিষা ক্ষেতের পাশে বসানো ২০০টি বাক্সে মধু চাষ করা হচ্ছে। এখান থেকে আহরণ করা মধু স্বাদ এবং গুণের খ্যাতি রয়েছে

 

মধু চাষের জন্য ব্যবহৃত কাঠের বাক্সের নিচে একটি প্রবেশদ্বার থাকে, এ পথ দিয়ে বাক্সে অবাধে আসা-যাওয়া করে মৌমাছি

 

মধুর বাক্স থেকে চাক উঠিয়ে মধু ভাঙাতে নিয়ে যাওয়ার দৃশ্য

 

মধুর বাক্সগুলো মধু ভাঙার মেশিনে দেওয়ায় ব্যস্ত মৌয়ালরা

 

মধু ভাঙার মেশিন থেকে ড্রামে মজুদ করা হচ্ছে মধু। মজুদকৃত ড্রাম থেকে মধু সংগ্রহ প্রক্রিয়া সম্পূর্ণ করে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া হয়

 

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়