ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বদিউল আলম মজুমদারের বাসায় হামলার অভিযোগ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ৫ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বদিউল আলম মজুমদারের বাসায় হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদারের বাসায় দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে। 

শনিবার রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে তার বাসায় একদল দুর্বৃত্ত হামলা করে।

রোববার সকালে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর রাইজিংবিডিকে বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

অধ্যাপক বদিউল আলম মজুমদার বলেন, ‘শনিবার দিবাগত রাতে আমার বাসায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ কয়েকজন অতিথি   এসেছিলেন। রাতের খাবার খাওয়া শেষে বার্নিকাট বাসা থেকে বের হওয়ার পরপরই একদল দুর্বৃত্ত তার গাড়ির পিছু নেয় ও ইট ছোড়ে। এরপর আমার বাড়িতেও হামলা  করে দুর্বৃত্তরা। বাড়ির দরজা-জানালা ভাঙচুর করেছে। হামলার পর পুলিশে খবর দেওয়া হয়েছে।’




রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৮/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়