ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘আইন আইনের গতিতে চলবে, কিছু করার নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আইন আইনের গতিতে চলবে, কিছু করার নেই’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে আদালত প্রাঙ্গণে দলের  সমর্থিত আইনজীবীদের কর্মকাণ্ডের সমালোচনা করে ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আইন আইনের মতো করে চলবে।’

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি জামায়াতে নৈরাজ্য রাজপথে নয়, কোর্ট প্রাঙ্গণে পর্যন্ত পৌঁছে গেছে। আমরা সবসময় বলি আইন, আইনের মত চলবে। এখানে আমাদের কিছু বলার নেই।

‘আইন যে সিদ্ধান্ত নিবে সেটি আমার সম্মান করি। ১৪ দল আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিকভাবে বিএনপি জামায়াতের অপশক্তিকে চূড়ান্ত পরাজিত করবো নির্বাচনের মাঠে হোক বা রাজপথে হোক।’

আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে দলটির সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি,  দেশ এগিয়ে যাচ্ছে।  তারপরও চক্রান্ত শেষ হয়নি। আমরা ১৪ দলে পক্ষ থেকে বারবার বলেছি, শেখ হাসিনা যত সফল হচ্ছে চক্রান্ত তখন গভীর হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা ১৪ দল এখনো মনে করি বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার হত্যার নেপথ্যের খলনায়কদের বিচার হয় নাই। শুধু মোস্তাক নয়, বেঈমান জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার মূল কারিগর। তার নির্দেশে পরিকল্পনা অনুযায়ী জেলখানায় স্বাধীনতার ৪ মহানায়ককে হত্যা করা হয়েছে। সে চেয়েছিলেন এই ৪ নেতা বেঁচে থাকলে বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধ গড়ে উঠবে। রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করার জন্য ৪ নেতাকে হত্য করা হয়েছে।’

‘যে তাকে (জিয়াউর রহমান) মুক্ত করেছিল সেই কর্নেল তাহেরকেও হত্যা করেছিল। হত্যা করেছিল বীর মুক্তিযোদ্ধাদের, বিভিন্ন সেনানিবাসে অনেক সৈনিককে হত্যা করেছে জিয়াউর রহমান। আমরা ১৪ দল থেকে বারবার বলেছি, আইনমন্ত্রীকে বলেছি, আপনার কমিশন গঠন করে এই মূল খলনায়ক জিয়াউর রহমানের মুখোশ উন্মোচন করুন। এই মূল খলনায়কের বিচার হতে হবে বাংলার মাটিতে।’

১৪ ডিসেম্বরে কর্মসূচি নেয়ার কথা জানিয়ে জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে ১৪ দল শ্রদ্ধা নিবেদন করবে। ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌদে শ্রদ্ধা নিবেন করবে। ১৮ ডিসেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করবে।’ এ সময় ডিএসপির সারের দাম কমানোয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানায় ১৪ দল। বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা/পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়