ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতি খালেদা জিয়ার চেহারা দেখতে চায় : হাছান মাহমুদ

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ৩০ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতি খালেদা জিয়ার চেহারা দেখতে চায় : হাছান মাহমুদ

বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার চেহারা জাতি এখন দেখতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

খালেদা জিয়াকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ‘শুনলাম তিনি নাকি আগামী মাসে বাসা থেকে বের হবেন। ৮০ দিনেরও বেশি সময় ধরে বোমা হামলা করে আপনার চেহারা কেমন হয়েছে, তা জাতি দেখতে চায়? তাই দয়া করে আপনার ঘরের জানালা খুলে বাইরে আসুন। হায়েনার রূপ পরিহার করে মানুষের রূপ ধারণ করুন।’

 

সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে পালিয়ে থাকা নাশকতকারীরা গর্ত থেকে বের হয়ে পুনরায় চক্রান্ত করছেন এমন আশঙ্কা করে এই বোমা হামলাকারীরা যাতে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে না পারে সে জন্যও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তিনি।

 

তিনি বলেন, সিটি নির্বাচনের মাধ্যমে বিএনপি নিয়মতান্ত্রিক ও নির্বাচনের রাজনীতিতে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। তাদের কতটুকু জনপ্রিয়তা আছে তা যাচাই হবে।

 

নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ও আয়োজক সংগঠনের উপদেষ্টা ডা. খন্দকার ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০মার্চ ২০১৫/এনআর/দিলারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়