ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতি বীর সন্তানকে হারালো: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতি বীর সন্তানকে হারালো: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত‌্যুতে জাতি এক বীর সন্তানকে হারিয়েছে বলে মনে করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

সোমবার বাম এই দলের নেতা আকবর খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘ঢাকার প্রাক্তন মেয়র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছি। তার মৃত্যুতে দেশ তার এক বীর সন্তানকে হারিয়েছে। ’

সদ‌্যপ্রয়াত এই বিএনপি নেতার প্রশংসা করে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য হিসেবে তিনি অনন্য ভূমিকা পালন করেছিলেন। ব্রাদার্স ইউনিয়নসহ দেশের ক্রীড়া জগতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঢাকার মেয়র হিসেবেও তিনি বেশকিছু জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ‘

বিবৃতিতে তিনি প্রয়াত সাদেক হোসেন খোকার সংগ্রামী দিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোকাহত পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।


নিউজ ডেস্ক/সাজেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়