ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত বাস্তবায়ন দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত বাস্তবায়ন দাবি

ফাইল ফটো

জাতীয় স্বাধীনতা পার্টির (জেএসপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় আদালত দিয়েছে, সে রায় দ্রুত বাস্তবায়ন করা বর্তমানে সর্বস্তরের জনসাধারণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান মিজু বলেন, ১৬ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।  শেখ হাসিনা ও  আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও নিহত হন আইভি রহমানসহ ২৪ জন।

জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা এখনো থামেনি।  তারা দেশের উন্নয়নের ধারাবাহিকতা বন্ধ করতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

হাসিবুল/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়