ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘মানবিক বিবেচনায় খা‌লেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে’

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:০৮, ৪ সেপ্টেম্বর ২০২০
‘মানবিক বিবেচনায় খা‌লেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের (ফাইল ছবি)

মানবিক বিবেচনায় বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের।

শুক্রবার (০৪ সে‌প্টেম্বর) দুপু‌রে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘মানবিক দিক বিবেচনা করেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের পরিস্থিতিতে চিকিৎসা ভালোভাবে করা যায়নি। সেটি বিবেচনা করে তার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।’

'এতে প্রধানমন্ত্রীর সম্মতি আছে। এখানে রাজনৈতিক চাপের কোনো বিষয় নেই। একেবারে মানবিক কারণে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

আরও পড়ুন>> খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অপরাধী যেই হউক, আইনের আওতায় আনা হবে। তার (ওয়াহিদা খানম) সুচিকিৎসায় সবধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।’

‘অপরাধী যেই হোক, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার। সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সারাদেশের প্রতিটি নাগরিককের নিরাপত্তার দায়িত্ব সরকারের অগ্রাধিকার।’

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার কম হলেও খুব তাড়াতাড়ি চলে যাবে এ কথা মনে করার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বাংলাদেশের শহরে-বন্দরে-মার্কেটে-রাস্তায় কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। মনে হয় না কেউ করোনাকে পাত্তা দিচ্ছে। এটা অত‌্যন্ত দুঃখজনক, আমরা নিজেরাই নিজেদের সেফটিকে নষ্ট করছি এবং করোনাভাইরাসের সংক্রমণের দুয়ার খুলে দিয়েছি।’

ঢাকা/পার‌ভেজ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ