ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গুজবের বিরুদ্ধে সজাগ থাকুন: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২৫ অক্টোবর ২০২০  
গুজবের বিরুদ্ধে সজাগ থাকুন: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

সামাজিক যোগাযোগ মাধ‌্যমে গুজব ছড়িয়ে ধর্মীয় বিরোধ সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে শুভেচ্ছা বিনিময় করেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী অপপ্রচার চলছে, অভিযোগ করে তিনি বলেন, ‘এসব গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

প্রতিটি ধর্মেই সহনশীলতার কথা বলা হয়েছে, উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার বা উস্কানিমূলক পোস্ট না দেওয়ার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘প্রতিটি ধর্মই অন্য ধর্মের প্রতি সহনশীল এবং শ্রদ্ধাশীল আচরণের কথাই বলে। প্রকৃত ধার্মিক কখনো অন্যের ধর্মকে আঘাত করে কথা বলেন না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল হলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারব।’

ধর্ষণসহ যেকোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দল-মত নির্বিশেষে গড়ে তুলতে হবে সামাজিক ঐক্য। সরকার এসব অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে আছে।’

ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, তাদের সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী অপশক্তিকে মাথা তুলতে দেবে না, দাবি করে তিনি বলেন, ‘নিজেদের মাঝে ঐক্য সুদৃঢ় রাখুন। নিজেদের মাঝে অনৈক্য থাকলে সুবিধাবাদীরা সুযোগ পায়, সম্প্রীতি বিনষ্টে উস্কানি দেয়। যেকোনো সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদের আরও সচেতন থাকতে হবে।’

ঢাকা/পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়