ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমরা কথা বলার অধিকার চাই: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৬ মার্চ ২০২১  
আমরা কথা বলার অধিকার চাই: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা কথা বলার অধিকার চাই। দেশের মানুষের স্বাভাবিক জীবন-যাত্রার গ্যারান্টি চাই।

শনিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘সংবাদপত্রের কথা বলার সুযোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাকশাল থেকে বের করে এনে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে এই বিএনপি। এর ফলে আজ দেশে হাজার হাজার সংবাদপত্র।’

লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক বুরহান উদ্দিন মুজ্জাকিরের মৃত্যুর ঘটনায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রেসক্লাবের অডিটোরিয়ামের একটি প্রোগ্রামে আমি বলেছিলাম কিশোরসহ আরও কয়েকজন সাংবাদিক আটক আছেন। তারা ডিজিটাল আইনের জন্য আটক ছিলেন। কিসের ডিজিটাল আইন ? ডিজিটাল বাংলাদেশ বলেন ভালো কথা। ডিজিটাল আইনটা কিসের?  এই আইনের কারণে অনেক লেখক, কলামিস্টদের জেলে যেতে হচ্ছে।’

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ আরও অনেকে। 

ঢাকা/সাওন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়