Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১২ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

টিকা নিতে নিবন্ধন করেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ১২ জুলাই ২০২১  
টিকা নিতে নিবন্ধন করেছেন খালেদা জিয়া

টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (১২ জুলাই) রাতে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন টিকা নেওয়ার জন্য গত ৯ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেছেন।  তবে এখনো এসএমএস পাননি।  টিকা নেওয়ার জন্য তিনি মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল সিলেক্ট করেছেন।

উল্লেখ্য, নিবন্ধন করার পর মোবাইলে এসএমএম গেলে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিয়ে আসতে হয়।

বিএনপি চেয়ারপারসন এর আগে করোনায় আক্রান্ত হন।  এক পর্যায়ে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পুরোপুরি সুস্থ না হলেও বিভিন্ন দিক বিবেচনা করে ৫৪ দিন চিকিৎসার পর গত ১৯ জুন রাতে তাকে ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়। বাসায় বসেই তার চিকিৎসা চলছে।

/সাওন/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়