Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৫ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৯ ১৪২৮ ||  ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

টিকা নিয়ে সরকার নাটক করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ৬ আগস্ট ২০২১  
টিকা নিয়ে সরকার নাটক করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জেলা-উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নাই। টিকা নিয়েও সরকার নাটক করছে।

শুক্রবার (৬ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুস্পমাল্য অর্পনের পর তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আপনারা দেখেছেন, টিকা নিয়ে কত নাটক হয়েছে এবং কত নাটক হচ্ছে।  মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সরকারের এমন কোনো প্রচেষ্টা নাই সেটা তারা করছেন না।  প্রথমে সরকার বললেন, ৭ দিন গণটিকা দেওয়া হবে। পরে বলছেন যে একদিন গণটিকা দেবে। কিন্তু এটির কোনো বাস্তব ভিত্তি নেই।

বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রিজভী ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালামকে সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করেন তিনি।

এ সময় ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. শহিদ হাসান, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান, নিলুফা ইয়াসমীন উপস্থিত ছিলেন।

/সাওন/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ