ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তেলের দামের পাশাপাশি বেতনও বাড়ান: নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৮ অক্টোবর ২০২১  
তেলের দামের পাশাপাশি বেতনও বাড়ান: নজরুল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শ্রমজীবী মানুষের ভোগান্তির প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

সরকার জনগণের কথা না ভেবে বড় বড় ব্যবসায়ীদের স্বার্থে তেলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, ‘করোনাকালে ব্যবসায়ীদের লোকসান হয়েছে বলে তেলের দাম বাড়ালেন। এতে শ্রমজীবী মানুষের যে লোকসান হলো, তাদের বেতন বাড়ালেন না কেন?’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শ্রমজীবী মানুষের ভোগান্তির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাব অনুযায়ী, এক বছরে দ্রব্যমূল্য গড়ে ৩৫ শতাংশ বেড়েছে, বিশেষ করে চাল, তেল, পেঁয়াজ, চিনির দাম। কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমজীবীদের বেতন-ভাতা বাড়েনি।’

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জ‌্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘পেঁয়াজের দাম, মরিচের দাম, চালের দাম, তেলের দাম বাড়লে এই সরকারের কী যায়-আসে? বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষ বাঁচল না মরল, তাতে তো তাদের কিছু যায়-আসে না।’

তিনি বলেন, ‘সয়াবিন তেলের দাম একলাফে ১০ টাকা বেড়েছে। পৃথিবীর অন্য কোনো দেশে একলাফে তেলের দাম এত বাড়া অসম্ভব ব্যাপার। কিন্তু এ দেশে সেটা সম্ভব। কে এর প্রতিবাদ করবে?’

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেসবাহ/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ