ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

ফখরুল ও বিএনপির বিচার হওয়া দরকার: তথ্যমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ৭ ফেব্রুয়ারি ২০২২  
ফখরুল ও বিএনপির বিচার হওয়া দরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ (ফাইল ফটো)

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য লবিস্ট নিয়োগ করেছিলেন। এজন্য তার বিচার হওয়া দরকার। একই সঙ্গে বিএনপির বিচার হওয়া দরকার। ইউরোপের কোনো দেশ হলে বিএনপির মহাসচিবের বিরুদ্ধে মামলা হতো।’

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য চিঠি দিয়েছে। মির্জা ফখরুল চিঠির বিষয়টি অস্বীকার করেছেন। তার বক্তব্যের সারমর্ম ছিল— বাংলাদেশকে যেন সহযোগিতা না করা হয়। যখন আমরা সব দলিল-দস্তাবেজ উপস্থাপন করলাম, তখন তারা স্তব্ধ হয়ে গেল। এখন তাদের আর কোনো জবাব নেই। এখন অপকর্ম ঢাকার জন্য তারা নানা কথা বলবেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও রপ্তানি বৃদ্ধি পেয়েছে। সরকার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য লবিস্ট নিয়োগ করে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন নিয়োগে যে সার্চ কমিটি, এ নিয়ে বিরূপ মন্তব্য করার কোনো সুযোগ নেই। বিএনপির মূল বক্তব্য হচ্ছে—এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সার্চ কমিটি কী হলো না হলো, সেটি তাদের কাছে বিবেচ্য বিষয় নয়। নির্বাচনকালে সরকার একজন কনস্টেবলও বদলি করতে পারে না। তখন সবার চাকরি নির্বাচন কমিশনের হাতে চলে যায়। নির্বাচন কখনো সরকারের অধীনে হয় না। বিএনপির কিন্তু জনগণের ওপর কোনো আস্থা নেই। তাই তারা সবকিছুতেই ‘‘না’’ বলে। মূল উদ্দেশ্য হচ্ছে—দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের মাধ্যমে জল ঘোলা করা।’

আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়