ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

পুলিশ হেফাজতে মৃত্যু: জড়িতদের বিচার দাবি জাপা চেয়ারম্যানের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৬, ১৬ এপ্রিল ২০২২  
পুলিশ হেফাজতে মৃত্যু: জড়িতদের বিচার দাবি জাপা চেয়ারম্যানের

লালমনিরহাটে পুলিশের হেফাজতে রবিউল ইসলামের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি। এ ঘটনায় জাড়তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি

শুক্রবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

নিহত রবিউলের আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনাও জানিয়েছেন জিএম কাদের।

বিবৃতিতে জিএম কাদের বলেন,  পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যু মেনে নেওয়া যায় না। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী পুলিশের নির্যাতনে রবিউলের মৃত্যু হলে অবশ্যই দায়ীকে বিচারের মুখোমুখি করতে হবে। অপরাধীকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রবিউলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।

নঈমুদ্দীন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়