ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক প্রিন্স

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১৮ আগস্ট ২০২২  
বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক প্রিন্স

বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সকে। এর আগে জোটের সমন্বয়ক ছিলেন অধ্যাপক আব্দুস সাত্তার।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে গণতা‌ন্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সমন্বয়ক হওয়ার প্রতিক্রিয়ায় প্রিন্স বলেন, প্রতি তিন মাস পর পর জোটের সমন্বয়ক পরিবর্তন করার রী‌তি। তারই ধারাবাহিকতায় জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে আমাকে।

তিনি বলেন, বর্তমা‌নে দেশে যে দুঃশাসন চলছে, তার পরিবর্তন করাই বাম গণতান্ত্রিক জোটের লক্ষ্য। একইসঙ্গে দেশে যে দ্বিদলীয় ক্ষমতা চক্র চলছে, তার বিকল্প হিসেবে বাম গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়াও আমা‌দের ল‌ক্ষ্যের অন্যতম।

তি‌নি ব‌লেন, আগামী ২৫ তারিখ বাম জোটের হরতাল রয়েছে। সেই হরতালকে দেশের মানুষ নিজের হরতাল মনে করে রাজপথে অংশ নেবে বলে আমি আশা করছি।

 

মেয়া/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়