পেশাজীবীদের সম্মানে আজ বিএনপির ইফতার
পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। সোমবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল জানান, আজ (সোমবার) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। দলের পেশাজীবীদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়েছে। আজকের ইফতার মাহফিলে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা।
/মেয়া/এসবি/