ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-৫: তারুণ্যের হাওয়ায় উড়ছে ঈগল!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২৭ ডিসেম্বর ২০২৩  
ঢাকা-৫: তারুণ্যের হাওয়ায় উড়ছে ঈগল!

করোনাকালে ‘মানবিক নেতা’ খ্যাতি পাওয়া ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসানের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। প্রতীক পাওয়ার পর থেকে ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় বিরামহীন প্রচার-প্রচারণা আর গণসংযোগ করছেন তিনি।

নির্বাচনের প্রত্যাশার কথা জানাতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে একটি শান্তিপূর্ণ, অবাধ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার লক্ষ্য, ভোটকেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করা। সবসময় এলাকার মানুষের জন্য কাজ করেছি, পাশে থেকেছি। তারা আমাকে ভোট দিতে কেন্দ্রে অবশ্যই আসবেন। 

কামরুল হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বড় একটি অংশ গণসংযোগের নেমেছেন। বিশেষ করে এলাকার তরুণদের উৎসাহও তাকে নিয়ে। প্রচার-প্রচারণা আর গণসংযোগেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে তরুণরা তার সমর্থনে নির্বাচনি অফিস করে ভোটের লড়াইয়ে নেমেছেন। বড় বড় প্রতীকী ঈগল বানিয়ে রাস্তায় রাস্তায় প্রদর্শন করছেন তারা। 

ঈগল প্রতীকের প্রার্থী কামরুল হাসানের গণসংযোগে সরেজমিন দেখা গেছে, এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলি তার পক্ষে ভোট চেয়ে লাগানো পোস্টারে ছেয়ে গেছে। চলছে মিছিল-মিটিং ও পথসভা। ভোটারদের মধ্যে বিতরণ করা হচ্ছে লিফলেট। অনলাইনেও চলছে ভোটের প্রচার।

কামরুল হাসানের পক্ষে তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোট চাচ্ছেন। প্রার্থী ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা। তারাও নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। জমে উঠেছে ভোটের মাঠে প্রচারযুদ্ধ। গণসংযোগ থেকে শুরু করে পোস্টার-ব্যানার সাঁটানো, মাইকিং এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন তিনিও। 

কামরুল হাসান বলেন, মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। দিন শেষে এটাই প্রাপ্য। আমার নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও সেটিই বলেছেন যে, মানুষ যদি আপনাকে ভালোবাসে, একজন রাজনৈতিক নেতার জীবনে এর চেয়ে বড় কোনো পাওয়া নেই। আমি সেটি পাচ্ছি। এই ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। নির্বাচনে ফলাফল যা-ই হোক না কেন, দিনশেষে আমি এই এলাকার সন্তান। এসব মানুষের পাশে আমি সবসময় ছিলাম, আছি, থাকবো।
 

পারভেজ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়