ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তি পেলেন এ্যানি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেলেন এ্যানি 

বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আরো পড়ুন:

শায়রুল জানান, বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামিনে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে, ২১ জানুয়ারি বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে ১২টি মামলায় জামিন আবেদন গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি করতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতকে (সিএমএম) আদেশ দেন হাইকোর্ট। আইন অনুযায়ী ১৫ দিনের মধ্যে এ আদেশ পালন করতে বলেন আদালত।

রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতার অভিযোগে মির্জা আব্বাস ও এ্যানির বিরুদ্ধে এসব মামলা হয়।

গত ১০ জানুয়ারি ঢাকার সিএমএম আদালত ১০টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন এবং দুটি মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর জামিন আবেদন ফিরিয়ে দেন।
 
তাদের জামিন আবেদন ফিরিয়ে দেওয়া কেন অবৈধ বলে ঘোষণা করা হবে না জানতে চেয়ে পৃথক রুলও জারি করেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ মির্জা আব্বাস ও এ্যানির করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুলসহ এই আদেশ দেন।

হাইকোর্টে আবেদনে বিএনপির এই দুই নেতা বলেন, জামিন আবেদন ফিরিয়ে দেওয়ার মাধ্যমে তাদের আইনের আশ্রয় পাওয়ার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন হয়েছে।

তাদের আইনজীবী সগির হোসেন লিওন বলেন, গত ২৮ অক্টোবর পল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মির্জা আব্বাসের বিরুদ্ধে রমনা, পল্টন, ঢাকা রেলওয়ে পুলিশ থানায় মোট ১০টি মামলা হয়। ২৯ অক্টোবর শাহজাহানপুর থানায় দায়ের হওয়া ভিন্ন একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।
 
অপরদিকে, ধানমন্ডি ও নিউ মার্কেট থানায় দায়ের হওয়া মামলায় ৫ অক্টোবর গ্রেপ্তার হন উদ্দীন চৌধুরী এ্যানি।

মেয়া/এসবি/এনএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়