ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৮ অক্টোবর বিএনপির সমাবেশে পুলিশি হামলা পরিকল্পিত: মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৯ মার্চ ২০২৪  
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে পুলিশি হামলা পরিকল্পিত: মির্জা আব্বাস

গত ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলা সরকারের পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

দ্রব্যমূল্যের ঊধর্বগতি, বিদ্যুৎ, গ্যাস এবং পানির দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়। সমাবেশে তিনি দখলদার এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘আজকের কর্মসূচি দ্রব্যমূল্যের ঊধর্বগতির প্রতিবাদে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে। এটাই আমরা দেশের জনগণকে জানাতে চাই।  আমাদের এই চলমান গণতান্ত্রিক ও অহিংস আন্দোলন, গণতন্ত্র উদ্ধার, বাক স্বাধীনতা এবং ভোটের অধিকারের আন্দোলন সারা বাংলাদেশে চলবে।’

‘গণতান্ত্রিক আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই, হবেও না। সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে কিন্তু সার্বিকভাবে কখনো ব্যর্থ হবে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’

মুসলিন-স্ট্যালিনরা বহুদিন রাজত্ব করলেও তাদের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে মির্জা আব্বাস বলেন, ‘জনগনের আন্দোলনের মুখে কোনো ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারেনি। আজকে যে সরকার আছে এটাকে সরকার বলা যাবে না, এটা সরকার নয়। এরা জোর করে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় টিকে আছে। এরা ক্ষমতায় টিকে আছে লুটপাট করার জন্য, চুরি করার জন্য।’

২৮ অক্টোবরে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার ঘটনার সরকারের পূর্ব পরিকল্পিত উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘২৮ তারিখের আগে থেকে সরকার একটা নকশা করেছে। তারা চেয়েছে, বিএনপি যাতে নির্বাচনে না আসতে পারে। কারণ তারা জানতো, নির্বাচনে এলে বিএনপির কাছে তাদের ভরাডু্বি হবে। তাদের এই চক্রান্ত প্রথম থেকেই শুরু হয়েছে। সেজন্য দুই বছর আগে থেকে আমাদের নেতা-কর্মীদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছিল।’

২৮ তারিখে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন ও বর্বরোচিত হামলা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘সেদিনের হামলায় আমি এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন শেষ পর্যন্ত মঞ্চে ছিলাম। সেই সময়ে আমরা দেখেছি- টিয়ার সেল আমাদের ট্রাকের মধ্যে এসে পড়েছে। সামনে রাইফেল হাতে পুলিশ গুলি করার ভঙ্গিতে দাঁড়ানো ছিল। সে পরিস্থিতিতে আমরা মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য হয়েছি। ২৮ অক্টোবরের মতো নারকীয় ঘটনা ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীও ঘটায়নি।’

কারাগারে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপরে নির্মম নিপীড়ন-নির্যাতন হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। 

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে জাসাসের জাকির হোসেন রোকন, স্বেচ্ছোসেবক দলের সাদরেজ জামান, ছাত্র দলের রাকিবুল ইসলাম রাকিব, নাসির উদ্দিন নাসির প্রমূখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বিএনপির রফিক শিকদার, সাইফুল ইসলাম ফিরোজ, আবু তালেব, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মহানগর দক্ষিনের ইউনুুস মৃধা, নাদিয়া পাঠান পাপনসহ মহানগর নেতারা  উপস্থিত ছিলেন।

মেয়া/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়