ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

শিগগিরই বিএনপি কঠোর আন্দোলনের রূপরেখা দেবে: ফারুক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১৫ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:১৭, ১৫ এপ্রিল ২০২৪
শিগগিরই বিএনপি কঠোর আন্দোলনের রূপরেখা দেবে: ফারুক

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়নি দাবি করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বিএনপির পক্ষ থেকে শিগগিরই কঠোর আন্দোলনের রূপরেখা দেওয়া হবে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির যে আন্দোলন, তা পূরণ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনকেও বয়কটের সিদ্ধান্ত দল থেকে নেওয়া হয়েছে। উপজেলায় ভোটে অংশ না নিতে ইতোমধ্যে তৃণমূলের নেতাকর্মীদের দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়েছে-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে ফারুক বলেন, আমাদের আন্দোলনের কৌশল পরিবর্তন হয়েছে মাত্র। শিগগিরই কঠোর আন্দোলনে রূপরেখা ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তনের কোনো সুযোগ নেই। মহাসচিব পরিবর্তনের কথা পুরোটাই গুজব বলেও জানান বিএনপির এই নেতা।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়