ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের রংপুর বিভাগীয় প্রস্তুতি সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৫ মে ২০২৪  
কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের রংপুর বিভাগীয় প্রস্তুতি সভা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর রংপুর বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) রাজধানীতে এ সভা হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রকৌশলী জাকির হোসেন সরকার, এনামুল হক, শামসুজ্জামান বাদল এবং রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু।

মাহামুদুন্নবী ডনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন—কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. অধ্যাপক মইদুল ইসলাম সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ ও আব্দুল আওয়াল আরজু, রংপুর মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সালাম, নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম আলমগীর সরকার, সৈয়দপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেটড ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন—দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহাম্মেদ কচি, সাংগঠনিক সম্পাদক বাদশা চেয়ারম্যান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আলম, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি মোমিনুল ইসলামসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সবুজ দলে রয়েছে—নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও। সবুজ দলের সমন্বয়ক দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহাম্মেদ কচি।

লাল দলে রয়েছে—রংপুর জেলা, রংপুর মহানগর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট। লাল দলের সমন্বয়ক রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু।

রংপুর বিভাগীয় খেলা পরিচালনা কমিটিতে আছেন— রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং সহ- সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। 

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর প্রস্তাবিত ভেন্যু রংপুর ও দিনাজপুর। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ২৯ জুন।

এমএ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়