ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

নয় বছর পর দেশে ফিরছেন বিএনপিনেতা সালাহউদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:০৬, ৮ আগস্ট ২০২৪
নয় বছর পর দেশে ফিরছেন বিএনপিনেতা সালাহউদ্দিন

ফাইল ছবি

প্রায় নয় বছর পর আগামী দুই-তিন দিনের মধ্যে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বর্তমানে তিনি ভারতের শিলংয়ে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে তার স্ত্রী হাসিনা আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত নয় বছর ধরে তিনি ভারতের শিলংয়ে আছেন। দেশে ফেরার ছাড়পত্র পেয়েছেন তিনি। আশা করছি, আগামী দুই-তিন দিনের মধ্যে দেশে ফিরবেন।

প্রসঙ্গত, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালে ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন। এরপর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ তাকে আটক করে।

সালাহউদ্দিনকে আটকের পর অনুপ্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় থানার পুলিশ। এরপর একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১৮ সালে নিম্ন আদালতের রায়ে খালাস পান তিনি। কিন্তু ভারতের রাষ্ট্রপক্ষ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করায় তাকে সেখানেই অবস্থান করতে হয়। এরপর গত বছরের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন। রায়ে আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর নানা জটিলতায় দেশে ফেরা হয়নি তার।

এমএ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়