ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১২ সেপ্টেম্বর ২০২৪  
আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে আবারও ভর্তি করানো হয়েছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে। বুধবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারেকয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বেগম খালেদা জিয়াকে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে, গত ২১ আগস্ট দেড় মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফেরেন বেগম খালেদা জিয়াকে। 

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত ২৩ জুন তার সফল অস্ত্রোপচার হয়।

উন্নত চিকিৎসার জন্য যে কোনও সময় খালেদা জিয়াকে যুক্তরাজ্য নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এমএ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়