ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে হাতাহাতি, কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৬:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫
তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে হাতাহাতি, কারণ দর্শানোর নোটিশ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত একটি নোটিশে তিতুমীর কলেজ ছাত্রদলের পাঁচ নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টার দিকে তিতুমীর কলেজ মাঠে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। 

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার পরে সভাপতি এবং সাধারণ সম্পাদক ক্যাম্পাসে প্রবেশ করেন। তখন পদবঞ্চিতরা তাদের সঙ্গে তর্কে জড়ান। এ সময় তাদের মধ্যে হাতাহাতি হয়।

পরে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজ আল ওয়াসি, আকরাম চৌধুরী, টিপু সুলতান, জলিল আদিক এবং সদস্য আব্দুল হামিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ নির্দেশনা দিয়েছেন।

সোমবার দুপুরে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের ৩৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর ৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

ঢাকা/রায়হান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়