ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নয়াপল্টনে ‘তারুণ্যের সমাবেশ’ দুপুরে, ১৫ লাখ জমায়েতের আশা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২৮ মে ২০২৫   আপডেট: ১২:২১, ২৮ মে ২০২৫
নয়াপল্টনে ‘তারুণ্যের সমাবেশ’ দুপুরে, ১৫ লাখ জমায়েতের আশা

সমাবেশে যোগ দিতে নয়পল্টনে আসছেন বিএনপির তিন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা

বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ঢাকার নয়াপল্টনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে দুপুরে। আয়োজকরা আশা করছে এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ-তরুণীর সমাগম হবে।

বুধবার (২৮ মে) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়ে জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, “আমরা চট্টগ্রামে তারুণ্যের মিলনমেলা দেখেছি। খুলনা ও বগুড়ায় আমাদের লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে। ঢাকার সমাবেশে সব রেকর্ড ভেঙে ১৫ লাখ তরুণ-তরুণী যোগ দেবেন বলে আশা রাখছি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সমাবেশস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে জানা গেছে। 

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়