ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নয়া পল্টনে তারুণ্যের সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২৮ মে ২০২৫   আপডেট: ১৮:৩৩, ২৮ মে ২০২৫
নয়া পল্টনে তারুণ্যের সমাবেশ শুরু

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত দিকে চলছে তারুণ্যের সমাবেশ

রাজধানীর নয়া পল্টনে বিএনপির তিন অঙ্গসংগঠন আয়োজিত তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করা হয়।

জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এ সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ করা হয়েছে। মঞ্চের সামনের সড়কে কোনো যানবাহন চলছে না। আশপাশের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট।

নয়া পল্টনের আশপাশ এলাকায় লাগানো হয়েছে মাইক। মাইকে ভেসে আসছে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে রচিত গান।

সমাবেশে যোগ দিতে ঢাকা মহানগরীর আশপাশের এলাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা থেকে নেতা-কর্মীরা এসেছেন। তারা সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টি–শার্ট পরে সমাবেশে যোগ দিয়েছেন। দিচ্ছেন নানা দলীয় স্লোগান। 

তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির তিনটি অঙ্গ সংগঠন। ইতোমধ্যে চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে আট দিন সেমিনার ও সমাবেশ করা হয়েছে। 

ঢাকা/রায়হান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়