ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশ ও মানুষ এ সরকারের হাতে নিরাপদ নয়: চুন্নু

বিশেষ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৩০ মে ২০২৫   আপডেট: ১৪:৫৮, ৩০ মে ২০২৫
দেশ ও মানুষ এ সরকারের হাতে নিরাপদ নয়: চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু

বর্তমান সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। 

বৃহস্প‌তিবার (৩০ মে) সন্ধ্যায় রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর বাস ভবনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে রা‌তে এক বিবৃ‌তি‌তে তি‌নি এমন মন্তব‌্য ক‌রেন।

বিবৃতিতে তিনি বলেন, “জিএম কাদেরের বাসভবনে কাপুরুষোচিত এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জিএম কাদের ও জাতীয় পার্টির ওপর প্রতিটি হামলার জবাব এদেশের জনগণ দেবে। আজ যারা এই দেশে মব সংস্কৃতির আগুন জ্বলিয়েছে, এই আগুনে পুড়ে একদিন তারাই ধংস হবে।’’

মুজিবুল হক চুন্নু বলেন, “জিএম কাদেরের ওপর বারবার হামলা হচ্ছে। এই হামলার ঘটনায় স্বচ্ছ রাজনৈতিক ধারার ওপর সুস্পষ্ট আঘাত। আবারো প্রমাণ হলো বর্তমান সরকারের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়।’’

তিনি আরও বলেন, ‍“হামলাকরীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা না নিলে, জনগণের আদালতে এই সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’’

ঢাকা/নঈমুদ্দীন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়