ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সারা দেশে ‌বি‌ক্ষোভ শনিবার

আপনারা রাষ্ট্রপ‌তির উপ‌দেষ্টা, নট সরকা‌রের: চুন্নু

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ৩০ মে ২০২৫   আপডেট: ২১:১২, ৩০ মে ২০২৫
আপনারা রাষ্ট্রপ‌তির উপ‌দেষ্টা, নট সরকা‌রের: চুন্নু

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় পা‌র্টির মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু। ছবি: রাইজিংবিডি

প্রধান উপ‌দেষ্টা‌কে উদ্দেশ্য ক‌রে জাতীয় পা‌র্টির মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু ব‌লে‌ছেন,“অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই। সাম‌য়িক প্রশাসন প‌রিচালনার জন‌্য আপনারা রাষ্ট্রপ‌তির উপ‌দেষ্টা নট সরকা‌রের। কিন্তু তারপরও আমরা আপনা‌দের ওপর আস্থা রাখ‌তে চে‌য়ে‌ছিলাম। আমা‌দের কী অপরাধ। আমা‌দের বা‌ড়ি‌তে আমরা থাক‌তে পার‌ছি না। অপরাধ থাক‌লে ব‌্যবস্থা নিন।”

দ‌লের চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দেরের বাসভব‌নে হামলার প্রতিবা‌দে শুক্রবার (৩০ মে) বিকে‌লে জাতীয় পার্টি আ‌য়ো‌জিত কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয় চত্বরে বি‌ক্ষোভ সমাবেশে তি‌নি এসব কথা ব‌লেন।

আরো পড়ুন:

হামলাকারী‌দের দ্রুত গ্রেপ্তা‌র ও বিচা‌রের দাবি‌তে শ‌নিবার সারা‌ দে‌শে বি‌ক্ষোভ মি‌ছিল সমা‌বেশ কর্মসূচি ঘোষণা ক‌রেন তি‌নি।

সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, “প্রধান উপ‌দেষ্টা আমরা বল‌তে চাই না যে, দে‌শের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কো‌নো ব‌্যবস্থা নেই। মহামান‌্য রাষ্ট্রপপ‌তি যখন আর্টিকেল হান‌ড্রেড সিক্স‌টির সং‌বিধা‌নের অধী‌নে রেফা‌রেন্স পাঠান সেই রেফা‌রে‌ন্সে যেই প্রতি‌বেদন দেওয়া হ‌য়ে‌ছে সেখা‌নে লেখা আছে বাংলা‌দে‌শের সং‌বিধা‌নে অন্তর্বর্তীকালীন সরকার ব‌্যবস্থা ব‌লে কো‌নো কিছু নাই। বাংলা‌দে‌শের সু‌প্রিম কোর্ট সং‌বিধা‌নের ব‌্যাখ‌্যা কর‌তে পা‌রেন, কিন্তু সং‌বিধা‌নে যেই জি‌নিস নাই সেটা তারা কর‌তে পা‌রেন না। যার ফ‌লে সেই রেফা‌রে‌ন্সে লেখা আ‌ছে রাষ্ট্রপ‌তি‌কে তারা ব‌লে‌ছেন, সং‌বিধা‌নে অন্তর্বর্তীকালীন সরকারের কো‌নো বি‌ধি নাই। তাই মহামান‌্য রাষ্ট্রপ‌তি প্রশাসন প‌রিচালনা করার জন‌্য অন্তর্বর্তী ব‌্যবস্থা হি‌সে‌বে উপ‌দেষ্টা এবং প্রধান উপ‌দেষ্টা নি‌য়োগ দি‌তে পার‌বেন। নট অন্তর্বর্তীকালীন সরকা‌রের উপ‌দেষ্টা এব প্রধান উপ‌দেষ্টা। আমি এটা ডকু‌মেন্টা‌রি বল‌তে পার‌বে, যে রি‌পোর্ট সু‌প্রিম কো‌র্টে থে‌কে পাঠা‌নো হ‌য়ে‌ছিল সেখা‌নে সুস্পষ্ট লেখা আছে রাষ্ট্রপ‌তি সাম‌য়িক ব‌্যবস্থা হি‌সে‌বে অন্তর্বর্তীকালীন উপ‌দেষ্টা নি‌য়োগ কর‌তে পার‌বেন। তারা রাষ্ট্রপ‌তির উপ‌দেষ্টা, নট সরকা‌রের।”

“তারপরও আমরা এই প্রশ্নে যে‌তে চাই না কারণ স‌রকারের ওপর আমরা আস্থা রাখ‌তে চে‌য়ে‌ছিলাম। কিন্তু আমরা জা‌নি না আমা‌দের কী অপরাধ। অপরাধ থাক‌লে ব‌্যবস্থা নেন, কিন্তু আমা‌দের নিরাপত্তা সেই, আমি আমার বা‌ড়ি‌তে থাক‌তে পার‌বে না এটা তো হ‌তে পা‌রে না।”

বর্তমান সরকা‌রের কা‌ছে চুন্নু প্রশ্ন রা‌খেন, “দেশের মানুষ নিজের ঘরে নিরাপদে থাকতে পারবে না? গতকাল রাতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রংপুরে নিজ বাসভবনে অবস্থান করছিলেন, তখন এনসিপি তার বাসভবনে হামলা করে জানালার গ্লাস ভাঙচুর করে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।একটি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এমন একটি অনিরাপদ দেশের জন্য কী আমাদের সন্তানরা জীবন দিয়েছিল? দেশের মানুষ অনেক আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিল, বর্তমান সরকার কী সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে পেরেছে? সরকার গঠনের ৯ মাস পরেও দেশকে নিরাপদ করতে ব্যর্থ হয়েছে। বৈষম্যবিরোধীর নামে বাড়ি ঘরে হামলা এটা মেনে নেওয়া যায় না। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ। সাধারণ মানুষ রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে না। মব জাস্টিসের নামে যখন তখন সাধারণ মানুষের ওপর হামলা আর মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে না, এরচেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না।”

তিনি বলেন, “মব জাস্টিসের নামে বেআইনি ও উচ্ছৃঙ্খল আচরণ মেনে নেওয়া হবে না। উচ্ছৃঙ্খল ছাত্রদের নতুন একটি দলকে সমর্থন করায় বর্তমান সরকারে প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপিসহ অনেকগুলো দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়, আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নেই। বর্তমান সরকার যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় তাহলে, মবজাস্টিসের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।যারা জিএম কাদেরের বাসভবনে সন্ত্রাসী হামলা করেছে তাদের বিচার কর‌বে, না হলে বর্তমান সরকারকে এর চড়া মূল্য দিতে হবে।”

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলমের পরিচালনায় বক্তব‌্য রা‌খেন প্রেসিডিয়াম সদস্য ও মহানগর দ‌ক্ষিণ জাপার আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, ‌প্রেসি‌ডিয়াম সদস‌্য অ্যাডভোকটে মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ‌জ‌হিরুল ইসলাম জ‌হির, যুব সংহ‌তির আহাদ ইউ চৌধুরী শহীন, সাংগঠ‌নিক সম্পাদক হেলাল উদ্দীন, মহানগর উত্ত‌র জাপার কাজী আবুল খায়ের, তরুণ পা‌র্টির মোড়ল জিয়াউর রহমান।

সমা‌বেশ শে‌ষে জাতীয় পার্টির নেতাকর্মীরা এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের ক‌রেন। মি‌ছিল‌টি কাকরাইল অফিস থে‌কে বিজয়নগর মোড় হ‌য়ে পা‌নির ট্যাংকি ঘু‌রে আবার জাপা অফিসে গি‌য়ে শেষ হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন দ‌লের প্রেসি‌ডিয়াম সদস‌্য লিয়াকত হোসনে খোকা, ম‌নিরুল ইসলাম মিলন, মাঈনুর রাব্বি চৌধুরী রুমান, একে এম নূরুজ্জামান জামান, ভাইস-চেয়ারম‌্যান সুলতান আহমেদ সে‌লিম, এস এম সোবহান, মো. হুমায়ুন খান, শামসুল হক, এবিএম লিয়াকত হো‌সেন  চাকলাদার, দ্বীন ইসলাম, খন্দকার দে‌লোয়ার জালালী, মাহমুদ আলম, এম এ রাজ্জাক খান, ইমরানুল হক, জহরিুল ইসলাম মিন্টু, সম‌রেশ মন্ডল, রু‌বেল, উজ্জ্বল চাকমা, পারভেজ সাজ্জাদ, আসাদুজ্জামান, কৃষক পা‌র্টির এম এ কুদ্দুস মা‌নিক, মটর শ্রমিক পা‌র্টির মে‌হেদী হাসান, ছাত্রসমা‌জের মারুফ ইসলাম তালুকদার ও নাজমুল হাসান প্রমুখ‌।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়