ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন: রিজভী 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ৮ জুন ২০২৫  
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন: রিজভী 

ফাইল ছবি

এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রবিবার (৮ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

রুহুল কবীর রিজভী বলেন, “ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন। কারণ ডিসেম্বরে শীতকাল, মানুষ অবলীলায় ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে। নির্বিঘ্নে ভোট দিতে পারে। এই সময়ে সব পরীক্ষা শেষ হয়ে যায়, একটা স্বস্তি থাকে। সুতরাং এটাই হচ্ছে উপযুক্ত সময়। এই সময়ের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করুন। এটা যদি করতে পারেন, জনসমর্থিত হবেন। অন্তর্বর্তী সরকার যেকোনো দিকে ঝুঁকে পড়ে না, কোনোদিকে হেলে পড়ে না এটাই প্রমাণ হবে।”

রিজভীর বলেন, “এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয়। তীব্র গরমের পাশাপাশি মাসজুড়ে থাকবে এইচএসসিসহ গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা।”

এপ্রিল মাসে নির্বাচনের প্রস্তাব কেবলমাত্র দু-একটি দলের পক্ষ থেকেই এসেছে জানিয়ে তিনি বলেন, “এটি দেশের সব রাজনৈতিক দলের সম্মিলিত মত নয়।”

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়