ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

রূপগঞ্জে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১০ জুন ২০২৫  
রূপগঞ্জে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ আম জনগণ পার্টি (বিএজেপি) আগামী তিন মাসের জন্য রূপগঞ্জ থানার ২৭ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মো. নুর আলমকে রূপগঞ্জ থানার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আব্দুর সালামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

গত ৬ জুন (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএজেপির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বশির আহমেদ এবং সদস্য সচিব আবু ইউসুফ এই কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বি এম রিয়াজুল হক রিয়াজ, মো. আরিফ রহমান, সুমন বিশ্বাস, চন্দন বিশ্বাস, কাজল বিশ্বাস, পরশ আলী, মাসুম ভূঞা, নুরুজ্জামান সরদার, শাহিনা আক্তার, মো. আল আমিন, নাজমুল ইসলাম নাঈম, রোবেল, রুবি, উজ্জ্বল চন্দ্র দাস, জি এম রাইসুল ইসলাম, মাহামুদ হাসান, আনিসুর রহমান, মিজানুর রহমান, কবির হোসেন, আসমা আক্তার, রেশমা, মো. আবু সুফিয়ান, রোকসানা আক্তার, কাউছার মাহমুদ প্রমুখ।

কমিটি ঘোষণার পর নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বশির আহমেদ পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় নেতাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

নুর আলম বলেন, “বাংলাদেশ আম জনগণ পার্টি বিশ্বাস করে, দেশের মালিক জনগণ এবং তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম দায়িত্ব। তারা দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন, যেখানে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে। আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করে এবং সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলবে।”

ঢাকা/হাসান/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়