ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত খালেদা

রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৪ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত খালেদা

জন্মদিনের কেক কাটছেন খালেদা জিয়া (ছবি : রেজা)

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৭০তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। আজ শুক্রবার রাত ১২টা ১মিনিটে গুলশান নিজের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকম-লী, নির্বাহী কমিটির সদস্য ও দলের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে কেক কাটেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সন্ধ্যা থেকেই গুলশান কার্যালয় এলাকা দলের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের ব্যক্তির উপস্থিতিতে লোকারণ্য হয়ে পড়ে। রাতে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের কর্মসূচি শুরু হলেও উৎসাহ-উদ্দীপনায় এবারো দেশব্যাপী দলীয় চেয়ারপারসনের জন্মদিন পালন করবে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন।

এদিকে টেলিফোনে বেগম জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার তিন নাতনি জাইমা, জাফিয়া ও জাহিয়া। তিন নাতনি ফোনে ‘হ্যাপি বার্থ ডে, দাদু’ এমন গান গেয়ে খালেদার সঙ্গে এই শুভ দিনের আনন্দ ভাগাভাগি করেন। এ ছাড়া জাইমার বাবা তারেক রহমান ও মা জোবাইদা রহমান এবং জাফিয়া ও জাহিয়ার বাবা আরাফাত রহমান কোকো ও মা তাব্বাসুম রহমান সিথিও টেলিফোনে খালেদা জিয়ার সঙ্গে কথা বলে জন্মদিনের শুভেচ্ছা জানান।

জাঁকজমকভাবে জন্মদিন পালন করতে বিএনপি ও দলের অঙ্গ, সহযোগী সংগঠনগুলো সারা দেশে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন কেক কেটে নেত্রীর জন্মদিন পালন করবে।

এদিকে বগুড়া জেলা বিএনপি আয়োজিত চেয়ারপারসনের জন্মদিনের কর্মসূচিতে অংশ নিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সেখানে যাচ্ছেন। জুমার নামাজ শেষে বগুড়া প্রেসক্লাবের সামনে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করে কর্মসূচির সূচনা করবেন তিনি।

শুক্রবার ৭০ বছরে পা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৪৫ সালের এই দিনে ফেনীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। খালেদা জিয়ার বাবা এস্কান্দার মজুমদার একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন দিনাজপুরের চন্দন বাড়ির মেয়ে। পাঁচ ভাইবোনের মধ্যে খালেদা তৃতীয়। ১৯৬০ সালের আগস্টে বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ব্যক্তিজীবনে বেগম জিয়া দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের জননী। তারেক রহমান ও আরাফাত রহমান কোকো দুইজনই স্ত্রী, সন্তানসহ বিদেশে রয়েছেন।

১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে বিপথগামী সৈন্যদের হাতে শহীদ হন। এর পরপরই জিয়াউর রহমানের গড়া বিএনপির রাজনীতিতে আগমন ঘটে খালেদা জিয়ার। দলের নেতাকর্মীদের দাবির মুখে ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন। ১৯৮৩ সালের মার্চে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের ১২ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের দায়িত্ব নেন। এরপর ১৯৮৪-এর ১ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন।

স্বৈরাচারবিরোধী দীর্ঘ আপসহীন আন্দোলনের পর ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এ পর্যন্ত তিন দফায় প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৪/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়