জুলাই আন্দোলন কোনো সমাপ্তি নয়, শুরু মাত্র: আসিফ মাহমুদ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “জুলাই কোনো অতীতের অধ্যায় নয়, এটি এখনো জীবন্ত। এটি একটি চলমান ইতিহাস।”
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “২০২৪ সালের জুলাই আমাদের দেখিয়ে দিয়েছে, যখন রাষ্ট্র হয়ে ওঠে এক ব্যক্তির স্বার্থরক্ষার যন্ত্র, তখন জনগণই হয়ে ওঠে চূড়ান্ত সিদ্ধান্তদাতা। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চান, তারা যেন ভুলে না যান শেখ হাসিনার পরিণতি।”
তিনি আরো বলেন, “আজকের এই জনসভা প্রমাণ করে, আন্দোলন থেমে নেই। শুধু শাসক নয়, গোটা ব্যবস্থার মধ্যে যে ফ্যাসিবাদ গেঁথে গিয়েছিল, তার শিকড় উপড়ে ফেলার লড়াই এখনো চলছে।”
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্মরণ করে তিনি বলেন, “৫ আগস্ট মানে শুধু একটি দিন নয়, এটি একটি সংকল্প আর কোনো স্বৈরাচার নয়, আর কোনো একদলীয় রাজনীতি নয়।”
আসিফ বলেন, “আমরা দেখেছি, জনগণের শক্তির কাছে রাইফেল, গ্যাস, গুলি—সবই শেষ পর্যন্ত ব্যর্থ। ইতিহাস কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। হাসিনার পতনের এই ইতিহাস যেন আগামী প্রজন্মের জন্য সতর্কবার্তা হয়ে থাকে—ফ্যাসিবাদের পরিণতি কী হয়, তা তারা যেন ভুলে না যায়।”
ঢাকা/এএএম/এসবি