ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ০৮:৫৭, ২১ আগস্ট ২০২৫
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

পিআর পদ্ধ‌তি‌তে নির্বাচ‌নের দা‌বি‌তে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পক্ষকালব‌্যাপী বি‌ক্ষোভ সমা‌বেশ কর্মসূ‌চি পালন করবে বাংলা‌দেশ ইসলামী আন্দোলন।

এ সম‌য়ে দেশের সব জেলায় গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে এবং ঢাকার প্রতি থানায় থানায় গণসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। 

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতা যে রক্ত ও জীবন উৎসর্গ করেছে, তা শুধু সরকারের পতনের জন্য নয়, বরং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা থেকেই। কিন্তু, বর্তমানে দেশ আবারো পুরোনো স্বৈরতান্ত্রিক ধারায় ফিরে যাচ্ছে।”

তিনি বলেন, “তরুণদের রক্ত যেন কোনো দলের লোভের কারণে ব্যর্থ না হয়, সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে পিআর পদ্ধতির দাবি আদায়ে রাজপথে সক্রিয় হবে।”

তিনি আরো বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ে আমরা বদ্ধপরিকর। আমরা নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের নামে স্বৈরতন্ত্র সহায়ক পুরোনো বন্দোবস্ত ফিরে আসুক তা চাই না। সেজন্য রাজপথের পাশাপাশি সব ধরণের সংগ্রাম চালিয়ে যাবো। ক্রমান্বয়ে আরো কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হতেও পিছপা হবো না। তাই সরকারকে আহ্বান জানাবো, নিম্নকক্ষে পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে এজেন্ডা তুলুন।”

পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়