ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচাল জনগণ মানবে না: ফারুক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ২৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:১৪, ২৮ অক্টোবর ২০২৫
ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচাল জনগণ মানবে না: ফারুক

ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “দেশকে আর বিভ্রান্তির দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসতে হবে।”

আরো পড়ুন:

মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, “কর্মসূচি নিয়ে মাঠে থাকুন। রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো।”

রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরো বলেন, “কর্মসূচি নিয়ে মাঠে যান, মানুষের আস্থা অর্জন করুন। সাহস থাকলে নির্বাচনে আসুন।”

বিরোধীদলের সাবেক এই চিফ হুইপ বলেন, “বেহেশতে নিয়ে যাবে বলে ভোট নেওয়া এত সহজ নয়। শেখ মুজিবও ভোট চুরি করেছেন। শেখ মুজিবের মেয়ে শেখ মুজিবকেই কপি করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। তাই আর হিংসা নয়, বিদ্বেষ নয়—আসুন আমরা সবাই ৭১’র মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনা স্মরণ করে ভাই ভাই মিলে নির্বাচনের প্রস্তুতি নিই।”

জাতীয়তাবাদী ওলামা দল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাওলানা মুফতি মো. আলমগীর হোসাইন খলিলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মো. আবুল হোসেন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হাফেজ জাহাঙ্গীর আলম প্রমুখ।

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়