তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে বরণ করলেন শাশুড়ি
দীর্ঘ নির্বাসনের পর দেশের মাটিতে পা রাখা তারেক রহমানকে ফুুলের মালা পরিয়ে বরণ করে নেন তার শাশুড়ি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে নামেন সপরিবারে অবতরণ করেন তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও তাদের কন্যা জাইমা রহমান।
বিমানবন্দরে ফুলের মালা দিয়ে জোবাইদা রহমানের মা তারেক রহমানকে বরণ করেন নেন।
এ ছাড়া বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
দীর্ঘ ১৭ বছর লন্ডনের নির্বাসনের জীবন থেকে বৃহস্পতিবার মাতৃভূমির মাটি স্পর্শ করেছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে ঢাকায় লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। সারা দেশ থেকে এসেছে বিএনপির নেতাকর্মীরা। এত বড় অভ্যর্থনা দেশের সাম্প্রতিক ইতিহাসে একটি অনন্য ঘটনা।
তারেক রহমানের পরিবারের সদস্যরা বিমানবন্দর গুলশানে যান। তবে জনসমুদ্রের মধ্য দিয়ে অভিবাদন গ্রহণ করতে করতে তিনি যান পূর্বাচলে গণসংবর্ধনা এলাকায়। বিশাল ভিড়ের মধ্য দিয়ে কয়েশ মিটার পার হতেই কয়েক ঘণ্টা লেগে যায়।
ঢাকা/আলী/রাসেল