ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে সামনে এগিয়ে নিয়েছেন: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:১৮, ২৫ ডিসেম্বর ২০২৫
তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে সামনে এগিয়ে নিয়েছেন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরে এসেছেন। তিনি দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন।’’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

বিএনপির মহাসচিব বলেন, ‘‘চব্বিশের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। নির্যাতন-নিপীড়ন সহ্য করে দীর্ঘদিন নির্বাসনের পর আমাদের সেই নেতা দেশে ফিরে এসেছেন। এই গণতন্ত্র রক্ষার জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথগুলো পাড়ি দিয়েছি।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘আজ আমাদের আনন্দের দিন। সেই সঙ্গে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। আমরা তার জন্য দোয়া করি এবং কামনা করি, আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে আগামীর নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্র রক্ষা করতে পারি।’’

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়