‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে’
শনিবার সকালে ঢাকার ভাটারা এলাকায় নির্বাচনি গণসংযোগে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি দল ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকার ভাটারা এলাকায় নির্বাচনি গণসংযোগে তিনি এসব কথা বলেন ।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে। এমন এমন আশ্বাস দেওয়া হচ্ছে যার বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে সেই প্রত্যাশা করছি। বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভয় তৈরি করে রাখা হয়েছে। কোনোভাবেই ভোটাররা যাতে ভয় না পায় সেই আহ্বান জানাই।”
ঢাকা/রায়হান/ইভা